কালিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ১৫০ জন ভ্যান চালক কে খাদ্য সহায়তা প্রদান প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০ | আপডেট: ১০:৪০:অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০ নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা): কালিগঞ্জ থানা পুলিশের ব্যবস্থাপনায় কালিগঞ্জে দেড় শত ভ্যান চালকদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের সহযোগীতায় থানা পুলিশের ব্যবস্থাপনায় ৩০ মার্চ রবিবার বিকাল ৪টায় দুদলী রায়পুর কালিগঞ্জ সাহেবের মোড়, সহ অন্যান্য স্থানে রাস্তায় চলাচলকারী ভ্যান চালকদের প্রত্যেককে একটি করে প্যাকেট, চাউল, আলু, ডাউল, পেয়াজ, তেল, সাবান, লবন, প্যাকেজ প্রদান করা হয়। এসময় ভ্যান চালকদের সুশ্ঙ্খৃল ও সারি বদ্ধ ভাবে সাবান দিয়ে হাত ধোয়ার কলা কৌশল দেখানো হয়। পরে ভ্যান চালকদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, ওসি তদন্ত আজিজুর রহমান সহ থানা পুলিশের অন্যান্য অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব আতংকিত সেই সময়ে আমাদের দেশের সরকারের গৃহিত কর্মসূচী মেনে চলতে হবে। আমরা কেউ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসবো না এবং এবিষয়ে সকল কে সচেতনতা করতে হবে। প্রত্যেক ভ্যান চালকের প্যাকেট দেওয়ার আগে তার নাম ঠিকানা লিপিবদ্ধ ও ভ্যানের গায়ে লাল রং দিয়ে চিহ্নিত করা হয়। তাদের কে আগামী পনের দিন রাস্তায় না আসার জন্য অনুরোধ করেন। সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা সংবাদটি ২৬৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু