কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০ | আপডেট: ২:৪৫:অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০ কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এ সভায় সভাপতিত্ব করেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল। সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস নাজমুল আহসান মহিলা ভাইস চেয়ারম্যান দীপালী রানী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিয়া খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না রানী চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম প্রমূখ। সভায় কালিগঞ্জ উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কালিগঞ্জ থানা মাদক মুক্ত করার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ইতিপূর্বে ফেনসিডিল ইয়াবা ট্যাবলেট গাঁজাসহ আসামিদের আটক করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সীমান্ত এলাকায় বি জে বি দের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, কালিগঞ্জ উপজেলায় হাসপাতাল মাতৃসদন কেন্দ্র কমিউনিটি ক্লিনিক ক্লিনিকসহ সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নলতা একটি ভুয়া ব্যাংক সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। কালিগঞ্জ উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা সহ মাদক নির্মূলে সকলের আন্তরিক উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানানো হয়। সভায় আইন-শৃঙ্খলা প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন পরে উপজেলা ব্যাংক কৃষিঋণ কমিটির সভা ও এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা এবং পরে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সংবাদটি ৩৪৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু