কালিগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: জেলা প্রশাসক প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০ | আপডেট: ১২:১৭:অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০ সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম, মোস্তফা কামাল বলেছেন কারোর একক প্রচেষ্টায় মাদক নির্মূল করা যাবে না। সমাজের সকল শ্রেনীর মানুষ কে মাদক মুক্ত করনের লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান ও ভুমিকা রাখতে হবে। একাজে পুলিশ ও বিজিবিকে সম্পৃক্ত করতে হবে। পরিবার, সমাজ, দেশ থেকে মাদক নির্মুল করা সম্ভব হবে। এটি প্রধানমন্ত্রী ও বিভাগীয় কমিশনারের ম্যানডেট, মাদক কে রুখে দিতে মাদকের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে হবে। জনগণের অংশগ্রহন ছাড়া এটি সম্ভব নয়। মাদকাসক্ত ব্যক্তিদের তালিকা করে নিরাময় কেন্দ্রে নিয়ে গিয়ে ভালো করতে হবে। প্রতিটি উপজেলায় বিনোদন কেন্দ্র ও পার্ক গড়ে তুলতে হবে। প্রয়োজনে কালিগঞ্জের প্রতিটি ইউনিয়নে ইকো পার্ক তৈরী করা উচিত। তিনি খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাকে প্রথম মাদক মুক্ত করনের লক্ষ্যে গতকাল ২৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক বিরোধী সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলনায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও থানা যুবলীগের সভাপতি নাজমুল আহছান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, এ্যাডঃ জাফরুল ইব্রাহীম, প্রমূখ। মথুরেশপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলাউদ্দীন সোহেল অনুষ্ঠান শেষে কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের কার্যক্রমের উপর একটি ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করেন উপজেলা করো এক্সপার্ট টিমের এডমিন কো-অডিনেটর রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহারিয়ার। পরে ই-কমার্স প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র প্রদান ও করোনা স্পট টিম কে সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে সুধী, মুক্তিযোদ্ধা সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদটি ২৯৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু