কালিগঞ্জে ৫ চাল ব্যবসায়ীকে জরিমানা প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২০ | আপডেট: ১১:২৫:পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২০ নূর ইসলাম (বাবু), কালিগঞ্জ(সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে অতি লাভের লক্ষ্যে দাম বাড়ানো ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ চাল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন রবিবার (২২ মার্চ) বেলা ১১ টার দিকে কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তিনি নাজিমগঞ্জ বাজারের চাল ব্যবসায়ী শেখ নাসির উদ্দিনকে বেশি দামে চাল বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় শেখ মহারুজ আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই আদালত পরবর্তীর্তে উপজেলার নলতা বাজার এলাকায় অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী মিজানুর রহমান ও নির্মল মন্ডলকে বেশি দামে চাল বিক্রির অভিযোগে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং দোকানে মূল্য তালিকা না রাখায় আজহারুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা সংবাদটি ২২২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু