কালিগঞ্জে নারী কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মে ১৬, ২০২০ | আপডেট: ১০:৫১:অপরাহ্ণ, মে ১৬, ২০২০ কালিগঞ্জে প্রেরনা নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে করোনা সংক্রমন রোধে কর্মীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। নারীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে স্যানিটারী ন্যাপকিন ব্যবহারে বিকল্প নেই এই শ্লোগান কে সামনে রেখে ১৬ মে শনিবার বেলা ১২টায় কালিগঞ্জ প্রেরনা কার্যালয়ে নারীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ। প্রেরনা এর নির্বাহী পরিচালক সম্পা গোস্বামী এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক গোবিন্দ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস,এম আহম্মাদ উল্যাহ বাচ্চু প্রমূখ। প্রেরনা নারী উন্নয়ন সংগঠন করোনার শুরু মার্চ মাস থেকে তাদের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নানা কর্মসূচী গ্রহন করে। তারই ধারাবাহিকতায় এপ্রিল মাস থেকে তাদের সংগঠনের নারী কর্মীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ শুরু করে। পর্যায়ক্রমে আগামী জুলাই মাস পর্যন্ত চলবে। এছাড়া ঘরবন্দী কর্মীদের বাড়ি বসে যাতে পথিত ও বাড়ির আঙিনায় শাক সবজি লাগাতে পারে এজন্য বিভিন্ন প্রকার শাক সবজির বীজ ও গাছের চারা বিতরণ করেছে। সংবাদটি ৩০৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু