কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০ | আপডেট: ৯:০৫:অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০ বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণিকর্মচারী পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১ ডিসেম্বর) বিকাল ৩ টায় কালিগঞ্জ মহিলা কলেজে কালিগঞ্জ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ এর আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন মহিলা কলেজের প্রধান অফিস সহকারি নীরদ কুমার মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাজী আলাউদ্দীন কলেজের অধ্যক্ষ আরিফ বিল্লাহ, কালিগঞ্জ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল শ্রীবাস চন্দ্র রায়, সাতক্ষীরা জেলা তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের আবহাওয়া কবিরুল ইসলাম সদস্য-সচিব মোখলেসুর রহমান কেন্দ্র কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী। অনুষ্ঠানের সভাপতি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আমাদের সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সংস্কৃতি সম্পাদক আহমদ উল্লাহ বাচ্চু প্রমুখ। সম্মেলনে অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সম্মেলনে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় কলেজ ও মাদ্রাসার অফিস সহকারি। সম্মেলনে সর্বসম্মতিক্রমে চাম্পাফুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান অফিস সহকারি মোহাম্মদ ইয়াসিন আলীকে সভাপতি ও কালিগঞ্জ মহিলা কলেজের প্রধান অফিস সহকারীকে নীরদ কুমার মণ্ডলকে সাধারণ সম্পাদক এবং কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের সব অ্যাসিস্ট্যান্ট সুকুমার দাস বাচ্চু কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ কমিটি গঠন করা হয়। সংবাদটি ৪৭৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু