কালিগঞ্জে কিশোরী প্রতিবন্ধী যৌন প্রজনন স্বাস্থ্য সেবা প্রান্তিক কর্মশালা অনুষ্ঠিত প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০ | আপডেট: ১১:৪১:পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০ কালিগঞ্জে কিশোরী প্রতিবন্ধীদের যৌন প্রজনন স্বাস্থ্য সেবা সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে স্টক হোল্ডারদের সাথে প্রান্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২২ জুলাই বুধবার) সকাল দশটায় উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাব এ নারী কন্ঠ উন্নয়ন সংস্থা কিশোরী প্রজেক্ট এর আয়োজনে ও ডিআরআরএ এর সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম প্রকল্পের সহকারি পরিচালক মনোয়ারা খাতুনের সভাপতিত্বে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াজেদ আলী মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম আলী কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। নবযাত্রা মা ও শিশু বিষয়ক কর্মকর্তা লায়লা হেলেনা গোমেজ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নারীকণ্ঠ উন্নয়ন সংস্থা কিশোরী প্রোজেক্টের উপজেলা সুপারভাইজার নাফিজা খাতুন, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে উপস্থাপনা করেন প্রজেক্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর এসএম মুজিবুর রহমান, কারিগরি সহায়তা করেন এম আই এস অফিসার আরিফুল ইসলাম কালিগঞ্জ দেবহাটা ও আশাশুনি তিনটি উপজেলার ১৬ টি ইউনিয়নের কিশোরী প্রতিবন্ধীদের যৌন প্রজনন স্বাস্থ্য সেবা সংক্রান্ত এই প্রকল্পের মাধ্যমে তাদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য হেল্প ডেক্স করা হবে কিশোরী প্রতিবন্ধীদের প্রজনন স্বাস্থ্যসেবা শারীরিক-মানসিক বিভিন্ন বিষয়ে তাদেরকে ধারণা দিয়ে সহযোগিতা করা কর্মশালায় উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এনজিও প্রতিনিধি শিক্ষক কিশোরীদের অভিভাবক সাংবাদিক সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করেন। সংবাদটি ৪২৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু