কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু: ৫টি বাড়ি লকডাউন প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২০ | আপডেট: ২:০৯:অপরাহ্ণ, জুন ২২, ২০২০ সাতক্ষীরার কালিগঞ্জে করোনা উপসর্গে আরো একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম রেজাউল ইসলাম (৪৭)। সে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গনপতি গ্রামের মৃত আব্দুর রহমান এর পুত্র। ২১ জুন রবিবার ভোর সাড়ে ৫টার দিকে করোনা উপসর্গে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বাড়ি সহ ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। এসময় উপস্হিত ছিলেন মথুরেশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন সোহেল, মথুরেশপুর করোনা এক্সপার্ট টিমের লিডার ইমরান আলী, সহকারী টিম লিডার ফরিদুল কবির প্রমুখ। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুকরোনা ভাইরাসকোভিড-১৯ সংবাদটি ৬৭৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু