কালিগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মে ১৬, ২০২২ | আপডেট: ৪:০৯:অপরাহ্ণ, মে ১৬, ২০২২ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের পাশের একটি বাসা থেকে রোজিনা পারভীন (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ তার স্বামীকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। রবিবার (১৫ মে) রাতে তালাবদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রোজিনা কালিগঞ্জ উপজেলার কাশেমপুর এলাকার মোহাম্মদ রায়হান আলীর মেয়ে ও ঝিনাইদহ জেলার কোটচাঁদ উপজেলার মোহরপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শফিকুল ইসলামের সঙ্গে রোজিনা পারভীনের বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই দম্পতি কালিগঞ্জ উপজেলা পরিষদের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে রবিবার রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে রোজিনার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী শফিকুল ইসলাম পলাতক রয়েছেন। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এসজি/ডেক্স সংবাদটি ৪৭৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু