কালিগঞ্জে অর্থ ও সম্পত্তিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২ | আপডেট: ৪:০৭:অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অর্থ ও সম্পত্তিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বৃদ্ধা মাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শুক্রবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে এঘটনা ঘটেছে।  নিহত আম্বিয়া খাতুন (৭০) ছনকা গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোন্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আম্বিয়া খাতুনের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান শিমুল জানান, তার মা আম্বিয়া খাতুন রাতে একা দুই তলায় ঘুমাতেন। প্রতিদিনের ন্যায় তিনি রাতের খাবার খেয়ে বাড়ির দুই তলায় নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। তিনি এবং তার পরিবার রাতে নিচতলায় ঘুমান।

তিনি আরও জানান, ভোর রাতে সেহরি খাওয়ার সময় মাকে ডাকতে যেয়ে দেখেন তার মা আম্বিয়া খাতুন মৃত অবস্থায় পড়ে আছেন। তার মায়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আর  রক্তের দাগ লেগে ছিল।

স্থানীয়রা জানান, আম্বিয়া খাতুনের স্বামী সরকারি চাকরিজীবী ছিলেন। স্বামীর মৃত্যুর পর পেনশনের টাকা আর জমি-জমার একটি অংশ স্ত্রী আম্বিয়া খাতুনের নামে ছিলো। মায়ের ওই সম্পদ নিয়ে বড় ছেলে আইরিছুজ্জামান, ছোট ছেলে শরিফুজ্জামান এবং ৪ মেয়ের মধ্যে বিরোধ চলছিল। নিহত আম্বিয়া খাতুন গত ১ সপ্তাহ মেয়ের বাড়িতে ছিলেন।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে তিনি মেয়ের বাড়ি থেকে ছোট ছেলে শরিফুজ্জামানের বাড়িতে আসেন। শনিবার (৯ এপ্রিল) ভোরে আম্বিয়া খাতুনের রক্তাক্ত মৃতদেহ দেখেন তারা।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোন্তফা জানান, সকালে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় ময়নাতদন্তের জন্য মৃত্যদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স