কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০ | আপডেট: ৬:৪৯:অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০ “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ ও পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলয়ার হুসেইন। প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ বলেন, অপরাধ দমন এবং পুলিশের সেবা বাড়িতে বাড়িতে দ্রুত পৌছায়ে দেওয়ার লক্ষ্য এ কার্যক্রম চালু করা হয়েছে। এই এলাকার বিট পুলিশিং এ দায়িত্বরত পুলিশ অফিসার এস আই চিন্ময় মন্ডলের নেতৃত্বে ইউনিয়নের সকল প্রকার পুলিশি সেবা প্রদান করা হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের আইজিপি বেনজির আহমেদ এই বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছেন। যা শুধু কালিগঞ্জ উপজেলাতে নয় দেশে প্রতিটি গ্রামে গ্রামে এই কার্যক্রম ইতেমধ্যে শুরু হয়েছে। বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের বাড়ি বাড়ি পৌছে যাবে পুলিশি সেবা বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস আই জিয়াউর রহমান, এস আই তারেক, ইউপি সদস্য মনিরুল ইসলাম পুটে, ইউপি সদস্য আঃ গফ্ফার, ইউপি সদস্য শহিদুল ইসলাম বাবু, নুর আফরোজ রিনী, শিক্ষক রবিউল ইসলাম, আলহাজ্ব আব্দুল গফুর, সেলিম খাঁন, এস,এম আহাম্মাদ আলী সরদার, ইউপি সচীব বিষ্যজিৎ অধিকরী, সাংবাদিক নুর ইসলাম বাবু, সেচ্চাসেবক ওমর ফারুক সহ পুলিশের একটি চৌকস দলসহ আরো অনেকে। সংবাদটি ৫৪৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু