কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অবশেষে জমে উঠেছে প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯ | আপডেট: ৮:৩৪:অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): অবশেষে জমে উঠেছে কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। আর মাত্র ৩দিন বাকী অথ্যাৎ আগামী ১৬অক্টোবর এ বাজারের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে বাজারের সাধারণ ব্যবসায়ীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ বেশ নড়ে চড়ে বসেছে। চায়ের দোকান থেকে শুরু করে বাজারের প্রতিটা অলিতে গলিতে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনার ঝড় বইছে। প্রার্থীরা নাওয়া খাওয়া ছেড়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে। এমনকি সুযোগ পেলে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছে। তবে এ কথা সত্য প্রতিবারের ন্যায় এবারের নির্বাচনও সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব ম্ক্তুভাবে অনুষ্ঠিত হবে। এখানে শুধুমাত্র বাজারের ভোটারদের অগ্রাধিকার দেয়া হবে। নির্বাচনে মোট ২৮৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে ৫টি পদের বিপরীতে মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন এবং ৬টি পদের বিপরীতে ৭জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছে। সভাপতি পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন এরা হলেন সাবেক সভাপতি আব্দুল আজিজ শেখ চেয়ার প্রতীক এবং সাবেক যুগ্ম সম্পাদক ডাঃ সাধন দাস হারিকেন প্রতীক। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২জন প্রার্থী এরা হলেন সাবেক ৩বাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান মোড়ল মাছ প্রতীক এবং সাবেক সাধারণ সম্পাদক শেখ হাচানুজ্জামান হাসান ফুটবল প্রতীক। সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩জন প্রার্থী এরা হলেন শেখ নজরুল ইসলাম নজু আনারস প্রতীক, আসাবুর রহমান মোড়ল আম প্রতীক ও শেখ সোহেল বাই সাইকেল প্রতীক। কোষাদক্ষ পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক বার বার নির্বাচিত কোষাদক্ষ মোঃ মনিরুজ্জামান মনি বই প্রতীক ও আব্দুস সালাম শেখ কলম প্রতীক। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন এরা হলেন আব্দুল্লাহ মোল্যা টেবিল প্রতীক ও আলমগীর বিশ্বাস তালা প্রতীক। এছাড়া যারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন এরা হলেন সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শেখ, প্রচার সম্পাদক আব্দুর রশিদ গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক বিল্লাল গাজী, কার্যকরী সদস্য রাশেদুল ইসলাম ও নুরুল ইসলাম নুুরু। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্বে থাকবেন কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম আব্দুর রাজ্জাক। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর কাঁঠালতলা বাজার বণিক সমিতি সংবাদটি ২৯৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু