কলারোয়া থেকে ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২২ | আপডেট: ১১:২৯:পূর্বাহ্ণ, মে ২৯, ২০২২

সাতক্ষীরার কলারোয়ায় একটি ওয়ান শুটারগানসহ মুকুন্দ সানা (৩০) নামে এক অবৈধ অস্ত্রব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালালাবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুকুন্দ সানা উপজেলার একড়া গ্রামের বাছের সানার ছেলে।

 

শনিবার (২৮ মে) রাতে সাতক্ষীরা র‌্যাব সিপিসি-১ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (এএসপি) পহন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার জালালাবাদে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রব্যবসায়ী মুকুন্দ সানাকে একটি ওয়ান শুটারগানসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স