কলারোয়া থেকে ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২২ | আপডেট: ১১:২৯:পূর্বাহ্ণ, মে ২৯, ২০২২ সাতক্ষীরার কলারোয়ায় একটি ওয়ান শুটারগানসহ মুকুন্দ সানা (৩০) নামে এক অবৈধ অস্ত্রব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জালালাবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুকুন্দ সানা উপজেলার একড়া গ্রামের বাছের সানার ছেলে। শনিবার (২৮ মে) রাতে সাতক্ষীরা র্যাব সিপিসি-১ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (এএসপি) পহন চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার জালালাবাদে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রব্যবসায়ী মুকুন্দ সানাকে একটি ওয়ান শুটারগানসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ৪১৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কাকডাঙ্গা সীমান্তে আটক ৪ কলারোয়ায় সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে বিএনপি’র মতবিনিময়