কলারোয়ায় ছেলের হাতে পিতা খুন প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, মে ২৬, ২০২০ | আপডেট: ৯:৫৯:অপরাহ্ণ, মে ২৬, ২০২০ সাতক্ষীরার কলারোয়ায় ছেলের হাতে পিতা নিহত হওয়ার ঘটনা ঘটেছে । পিতা পুত্রের মধ্যে মারামারিতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে খুলনা ২৫০ বেড হাসপাতাল পিতার মৃত্যু হয়েছে। নিহতের নাম নজরুল ইসলাম। বাড়ি কলারোয়া উপজেলার ছলিমপুর গ্রামে । ছেলে নূরুল ইসলামের সাথে রোববার(২৪ মে) রাত ৮ টার সময় পিতার মধ্যে হঠাৎ কথা কাটাকাটির মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে পিতা পড়ে যায়। রাত্র ৯ টার সময় কলারোয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে ওই রাতে সাতক্ষীরা থেকে তাকে খুলনা ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয় । ২৫০ বেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে পিতার মৃত্যু হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জানান, তিনি ঘটনাটি জেনেছেন। থানায় এখনো কোন মামলা হয়নি। ছেলের হাতে পিতা নিহত সংবাদটি ৫২২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে ৫ বাংলাদেশী নাগরিক আটক কাকডাঙ্গা সীমান্তে আটক ৪