কলারোয়ার বেতনা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০ | আপডেট: ৩:৪০:অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০ সাতক্ষীরার কলারোয়ার বেতনা নদী থেকে ষাট বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ স্লুইজ গেট সংলগ্ন বেতনা নদীর পানি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম পরশ কুমার বিট (৬০)। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের মৃত রশিক কুমার বিটের ছেলে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) হারান চন্দ্র পাল জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে সকালে শাকদাহ বাজারের স্লুইজ গেট সংলগ্ন বেতনা নদীর পানি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, পরশ একজন মানসিক প্রতিবন্ধী। রাতের কোন এক সময় তিনি পানিতে নেমে আর ডাঙায় উঠতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান। এসজি/ডেক্স লাশ উদ্ধার সংবাদটি ৬২৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে ৫ বাংলাদেশী নাগরিক আটক কাকডাঙ্গা সীমান্তে আটক ৪