করোনা উপসর্গ নিয়ে সামেক হাসপাতালে আরও একজনের মৃত্যু প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ | আপডেট: ১২:১৬:অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও আনসার গাজী (৬৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাতে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু ব্যক্তি হলেন, জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের আমির আলীর ছেলে । সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা.মানস কুমার মন্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ কোভিড উপসর্গ নিয়ে গত ৮ আগস্ট বিকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের আনসার আলী গাজী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যু ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন আফিসের তথ্য মতে, উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৬৩ জন। করোনা ভাইরাসসাতক্ষীরায় করোনায় মৃত্যু সংবাদটি ৫২৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১