কবিতা: “বিধাতার কাছে প্রার্থনা” প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০ | আপডেট: ১২:১৭:অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০ বিধাতার কাছে প্রার্থনা ……রুদ্র অয়ন বাইরের জগতটা আজ বিবর্ণ লাগে বড়, অপরাধী অভাগা আমরা প্রভু তুমি ক্ষমা কর। মহামারী দানব ছোবলে চলছে ধ্বংস লীলা, বন্ধ করো দয়াময় রব এমন করুন খেলা। গুনাহগার আমরা কর ক্ষমা আমরা তোমারই দেয়া প্রাণ, সব্বাইকে হেফাজত করো বিপদ থেকে দাও পরিত্রাণ। এই আকুতি তোমাকে শুনতে হবে আজ, নইলে মানাবে কি বল বিশ্ব বিধাতা সাজ? সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:রুদ্র অয়ন/ঢাকা কবি রুদ্র অয়নকবিতা বিধাতার কাছে প্রার্থনাবিধাতার কাছে প্রার্থনা সংবাদটি ৫৭৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?