কবিতা: “বছর সমাপনের মাস- চৈত্র” প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০ | আপডেট: ১২:৩৯:অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০ বছর সমাপনের মাস চৈত্র ……….তুলোশী চক্রবর্তী দেখতে দেখতে চলল সময় এলো বছর সমাপনের মাস চৈত্র, ভিত রচিতো হয়নি আজো তাই বলে আমায় ভুলে যেওনা মিত্র, অষ্টমীতে তোমার সঙ্গে আমার ঘুরতে ইচ্ছে জাগে, সুন্দর একটি শাড়ি কেনার বাসনা তারো অনেক আগে, “চৈত্র সেল চৈত্র সেল” ঐ ডাকছে দোকানিরা সস্তা সহজলভ্য সব, এই সুযোগটাও হবে হাতছাড়া? বৈশাখের শুরু থেকেই থেকে সবকিছুতে আগুন ছোঁয়া দাম আশ্বিনের পুজায় সময়তো মুল্য শুনলে গায়ে উঠে ঘাম, ধনীর তো জুতো কিনতেও খরচ কয়েক কোটি টাকা , গরীবের বেলায় কষ্টেসৃষ্টে শুধু লজ্জা টুকু ঢাকা, হায়! জগতে এ কেমন অদৃষ্টের পরিহাস? বর্তমানে টাকা ছাড়া হয়না পুরণ কোন অভিলাষ, চাইনা আমি নতুন বছর চাইনা নতুনত্বের আঁচ এ ফেরারী মনে দরিদ্রের জন্য শুধুই দীর্ঘশ্বাস, কিছুই করতে পারবো নাযে আমি একা একা পারার মধ্যে মনের কথা খাতার মাঝে লেখা, প্রতক্ষ,পরোক্ষে শোষন করে হচ্ছে যারা কোটিপতি নির্দয় সেসব ব্যক্তিকে তুমি কি বলবে মনুষ্যজাতি? সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:তুলোশী চক্রবর্তী/পশ্চিম বাংলা কবি তুলোশী চক্রবর্তীকবিতা বছর সমাপনের মাস চৈত্রবছর সমাপনের মাস চৈত্র সংবাদটি ৩৬০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?