কবিতা: “নতুন দিনের ভোরে”

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০ | আপডেট: ৪:১৩:অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০
নতুন দিনের ভোরে 
রুদ্র অয়ন
 
আমার একটা
ঘুম কাতুরে
রজনী দরকার,
বড্ড নির্ঘুমে
রাতগুলো কাটে এখন।
 
ক্লান্তি বিহীন দিনের
ভীষণ দরকার আমার।
আমি যে দিন দিন
বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়ছি!
 
শরীর মন
জুড়িয়ে নিতে
একটা শীতলপাটি
দরকার ভীষণ।
আমি যে দহন জ্বালায়
দগ্ধ হয়ে আছি।
 
আমায় একটা শান্তির
নগরী খুব দরকার ;
আমি যে অতি কঠোর
জীবনীশক্তি নিয়ে,
দীর্ঘ দিবস অতিবাহিত করছি।
আমি নিজেকে ব্যস্ত রাখতে চাই
অক্লান্তির আদুরে শহরে।
আমি উড়িয়ে দিতে চাই,
সকল জীর্ণ- ক্লান্তি- অসুস্থতার প্রকোপ।
জেগে ওঠতে চাই
নতুন দিনের ভোরে।

আপনার মতামত লিখুন :

কবি: রুদ্র অয়ন। ঢাকা