কপিলমুনি বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি বিষয়ক সেমিনার প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯ | আপডেট: ৫:০১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): খুলনার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কপিলমুনি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ সহর আলী গাজী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুখ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা জাহান আলী গোলদার, বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত শিক্ষক শেখ আনোয়ার হোসেন, পাইকগাছা সাংবাদিক জোটের সদস্য সচিব পলাশ কর্মকার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও আ’লীগ নেতা মইনুদ্দীন হাজরা প্রমূখ। সেমিনারে সপ্তম শ্রেণীর ছাত্রীরা মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সাক্ষাতকার গ্রহন করে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জন করে। সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি বিষয়ক সেমিনার সংবাদটি ২৫৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ