কপিলমুনিতে ২০ জনের নমূনা সংগ্রহ প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুন ৪, ২০২০ | আপডেট: ৩:৩২:অপরাহ্ণ, জুন ৪, ২০২০ কপিলমুনিতে বিভিন্ন পেশার মানুষের মধ্যে থেকে ২০ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতীশ চন্দ্র মন্ডলের নির্দেশে স্যানেটারী অফিসার উদয় কুমার মন্ডল কপিলমুনি এলাকায় ২৫ জনের শরীরের নমুনা পরীক্ষার জন্য নির্দেশ দেন। বুধবার সেই ২৫ জনের মধ্যে ২০ জন পাইকগাছা হাসপাতালে নমুনা দিয়েছেন। প্রসংগত, পাইকগাছা উপজেলায় সর্বপ্রথম কপিলমুনিতে ১ জুন সাংবাদিক তপন পাল করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হন। তারপর তার নিকটজনদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এছাড়া ২ জুন উপজেলা প্রশাসন তপনের কপিলমুনিস্থ কাঁকড়াপট্টির বাসা, আশপাশের কয়েকটি বাড়ি ও কাঁকড়া পট্টি লগডাউন করে। করোনা ভাইরাসকরোনার নমুনা সংগ্রহ সংবাদটি ৩৭৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ