কপিলমুনিতে সেই এসআই অভিজিতের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের: কর্মকর্তা পরিচয়ে হুমকি প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জুন ১১, ২০২০ | আপডেট: ৪:১৬:অপরাহ্ণ, জুন ১১, ২০২০ কপিলমুনিতে নির্দোষ দুই সহোদর অপু দিপুকে ধরে মাদক মামলা দিয়ে জেলে পাঠানোর ঘটনায় খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ফাঁড়ির এস আই অভিজিৎ এর বিরুদ্ধে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ১ জুন অপু-দিপুর মা হোসনেয়ারা বেগম কপিলমুনি প্রেসক্লাবে তার পঙ্গু স্বামীকে নিয়ে এক জনাকীর্ন সংবাদ সম্মেলনে তার দুই সন্তানকে সম্পূর্ন নির্দোষ দাবি করে এস আই অভিজিৎর বিরুদ্ধে অভিযোগ আনেন। ষড়যন্ত্র করে অপু দিপুকে ফাঁসানো হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে পত্রিকা গুলোতে সংবাদ প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাঠ প্রশাসন কর্মকর্তা দাবি করে মেহেদী হাসান নামের এক ব্যক্তি অপু-দিপুর মাকে বিভিন্ন সময়ে ০১৯৩২৪৩৩৫৪৯,০১৭১৪৩০০১১৬ ও ০১৯৬৬৬২৪০৩৬ নম্বর থেকে ফোন দিয়ে হোসনেয়ারা বেগমকে জানানো হয় আপনার নির্দোষ ছেলেদের জামিনের ব্যবস্থাসহ মামলা থেকে অব্যাহতি দেয়া হবে এবং দারোগা অভিজিৎকে শাস্তি দেয়া হবে। এর জন্য তিনি ১২ হাজার টাকার দাবি করেন হোসনেয়ারা বেগমের কাছে। পরিচয় জানতে চাইলে মেহেদী হাসান নামের ওই ব্যক্তি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাঠ প্রশাসনের আমি একজন কর্মকর্তা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে তদন্ত করে সেই পুলিশের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করি। তবে টাকা লাগবে কেন এমন প্রশ্নের জবাবে কথিত ওই কর্মকর্তা জানান, মাঠ পর্যায়ে তদন্তে অনেক খরচা হয় তাই কিছু খরজের টাকা আমরা নিয়ে থাকি। এ ঘটনায় স্থানীয় এক সাংবাদিক কথিত ওই কর্মকর্তার সাথে ফোনে কথা বললে টাকা চাওয়ার ঘটনা স্বীকার করেন। তবে স্পষ্টভাবে ওই সাংবাদিককে কিছু বলেননি তিনি। এদিকে দ্বিতীয় দফায় ফোন করে মেহেদী হাসান নামের ওই কর্মকর্তা হোসনেয়ারা বেগেমকে বলেন পুলিশের বিরুদ্ধে যাওয়াটা ঠিক হচ্ছে না, কারণ আপনার দুই ছেলে জামিন পাওয়ার পর আবারও বিপদ হতে পতে পারে। এদিকে এ ঘটনায় হোসনেয়ারা বেগম কিছুই বুঝে উঠতে পারছে না নির্দোষ সন্তানের জেলের ঘানি টানার চরম মর্মবেদনা আর পক্ষাঘাত স্বামীর দেখভাল করতে তিনি শারিরীক ও মানষিক ভাবে বিপযস্থ হয়ে পড়েছেন। এসব ঘটনা তদন্ত করলে নির্দোষ সন্তানদের আটকের পিছনে যে গভীর ষড়যন্ত্র রয়েছে সেটা স্পষ্ট হয়ে যাবে বলে মা হোসনেয়ারা বেগম জানান। উল্লেখ্য, গত ২৩ মে তার দুই পুত্র অপু ও দিপুকে কপিলমুনি বাজার থেকে স্থনীয় পুলিশ ফাঁড়ির এস আই অভিজিৎ রায় আটক করেন। এবং তিনি তাদের কাছ থেকে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার দেখিয়ে মাদক মামলা দিেেয় চালান দেন। সংবাদটি ৬৯২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ