কপিলমুনিতে সাংবাদিকের বসতবাড়িতে নিষেধাজ্ঞা জারি প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯ | আপডেট: ৭:৩৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): খুলনার কপিলমুনিতে সাংবাদিকের বসতবাড়িতে তদন্ত ছাড়াই নিষেধাজ্ঞা জারী করেছেন পাইকগাছা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত। ঘটনার পর বসতবাড়িতে ঢুকতেও পারছেননা সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু সহ মামলার অন্যান্য বিবাদী। নির্বাহী আদেশ বাস্তবায়নে পাইকগাছা থানাকে নির্দেশ প্রদান করায় পরদিন এএসআই রোকনুজ্জামান এক নোটিশে সতর্কবার্তা জারি করেছেন। ভুক্তভোগী সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু জানান, তিনি আদালতের দারস্ত হবেন এবং ন্যায় বিচার পাবার আশা করেন। বিষয়টি শুক্রবার স্থানীয় সাংবাদিকদেরকে সে অবহিত করেন। নির্বাহী আদালতের এমন আদেশের ঘটনায় হতবাক হন উপস্থিত সাংবাদিকরা। সাংবাদিকরা মনে করেন বিষয়টি তদন্ত ও প্রমান সাপেক্ষে আদেশ সমিচিন ছিল। কিন্তু তা না হয়ে প্রথম দিনেই একটি বসতবাড়ির উপর নিষেধাজ্ঞা জারি করা সমিচিন হয়নি। এদিকে নির্বাহী আদালতে গত ৯/৯/১৯ তারিখের আদেশের ১০ দিন পর ঘটনা তদন্তের জন্য কপিলমুনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক নোটিশ বিবাদী পক্ষ সাংবাদিক পরিবারের হস্তগত হয়েছে। যা আগামী ২৩/৯/১৯ তারিখে তদন্তের দিন ধার্য করা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি সংবাদটি ২৩৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ