কপিলমুনিতে রাস্তা দখল করে পাকা ইমারত নির্মাণ: ঘটছে দুর্ঘটনা! প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০ | আপডেট: ৭:০৮:অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০ কপিলমুনির ফকিরবসা সংলগ্ন গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দখল করে ইমারত নির্মান করা হয়েছে। কপিলমুনিতে ব্যাস্ততম বৈরাগীপাড়ার সড়কটির দখল করে পাকা ঘরের সিড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় রনজিৎ অধিকারী বিরুদ্ধে। ফলে রাস্তা সংকুচিত হওয়ায় প্রতিনিয়ত পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ঘটছে নানা দুর্ঘটনা। সরেজমিন গিয়ে দেখাগেছে, মুল রাস্তা থেকে প্রায় ৩ ফুট রাস্তার জায়গা দখল করে ঘরের সিঁড়ি গড়ে তুলেছেন কবিরাজ রনজিৎ। ফকিরবাসা সংলগ্ন ডাঃ জিষ্ণুপদ মুখার্জির ক্লিনিকে যেতে এবং কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যেতে এ রাস্তাটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য। স্থানীয় অনেকে অভিযোগ করেও কোন কাজ হয়নি। জানাগেছে, ফকিরবাসা মোড় থেকে শাখা রাস্তাটির কোন স্লোভ) তো নাই বরং মুল রাস্তাটির ৯ ফুটের মধ্যে প্রায় ৩ ফুট দখল করে ফেলেছেন কবিরাজ রনজিৎ। এতে করে রাস্তাটির দৃশ্যপট বদলে গেছে। ঘন বসতিপুর্ণ এ রাস্তাটির উপর দখলকৃত পাকা স্থপনা জনস্বার্থে অপসারনের দাবি এলাকাবাসীর। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। সংবাদটি ৪৬৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ