কপিলমুনিতে একুশ উদযাপন পরিষদের আয়োজনে মাতৃভাষা ও শহীদ দিবস পালিত প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০ | আপডেট: ৩:১৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): খুলনার কপিলমুনিতে সম্মিলিত একুশ উদযাপন পরিষদের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ২১’র প্রথম প্রহরে কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজের শহীদ মিনার বেঁদিতে ভাষা শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানায় কপিলমুনি ইউনিয়ন আ’লীগ, হরিঢালী ইউনিয়ন আ’লীগ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়, কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র ডিগ্রী মাদ্রাসা, কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কপিলমুনি বিনোদ বিহারী শিশু বিদ্যালয়, কপিলমুনি প্রেসক্লাব, চলার সাথী, কপিলমুনি গুণীজন স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ২১’র দিনে সকাল ৭ টায় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীরা র্যালীতে অংশগ্রহণ শেষে আলোচনাসভায় মিলিত হন। কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত মার্তৃভাষার আলোচনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবির আহমেদের সভাপতিত্বে ও কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় প্রধান অতিথির ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, মেহেরুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, জাফর আউলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওঃ আব্দুল সাত্তার, প্রভাষক ও সাংবাদিক জি এম ইমদাদ, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, অধ্যাপক রেজাউল করিম, আ’লীগ নেতা জি এম হেদায়েত আলী টুকু, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য রামপ্রসাদ পাল, কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান মোল্লা, কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন বাবু প্রমূখ। সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম সংবাদটি ২৮৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ