কপিলমুনিতে আ’লীগের দোয়া মাহফিল প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯ | আপডেট: ৮:৪০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, কপিলমুনি(খুলনা): কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি আম্মা ও খুলনা-৬ সংসদ আক্তারুজ্জামান বাবু’র মাতার সুস্থতা কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হরিঢালী ইউনিয়ন আ’লীগের আহবায়ক শেখ বেনজীর আহমেদ বাচ্চুর সভাপতিত্বে শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে সুস্থতা কামনা করেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, পাইকগাছা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পাইকগাছা যুবলীগের সাধারণ সম্পাদক লতা ইউপির সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, ইউপি সদস্য ইউনুস আলী মোড়ল মোস্তাফিজুর রহমান মিন্টু, রাজীব গোলদার, জাহাঙ্গীর আলম, মোজাফফর হোসেন, শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন বাবু প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ক্বারী সাহাদাত হোসাইন। সুন্দরবনটাইমস.কম/এইচ এম এ হাশেম/কপিলমুনি কপিলমুনিতে আ’লীগের দোয়া মাহফিল সংবাদটি ২৫০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ