একটি অনুরোধে দয়ান শেখরের মুখে হাসি ফুটালো সাতক্ষীরা জেলা পুলিশ প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০ | আপডেট: ৩:১৩:অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০ মোঃ সাইদুজ্জামান শুভ: সম্প্রতি করোনা ভাইরাসের জন্য অবরুদ্ধ অবস্থায় গোটা দেশ। অসহায় খেটে খাওয়া মানুষের জীবন এখন হুমকির মুখে। নিম্ন শ্রেণীর মানুষের আয় উপার্জন প্রায় বন্ধ হতে চলছে আজ ৫ এপ্রিল(রবিবার) সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের সহযোগিতায় তালা উপজেলা নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ী গ্রামের শেখ আবু দয়ান ত্রান সামগ্রী পায়। এ ত্রান সামগ্রী তার হাতে তুলে দেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ জনাব কাজী ওয়াহিদ মুর্শেদ। কিছু দিন আগে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানকে মিঠাবাড়ী গ্রামের শেখ আবু দয়ানের অভাবের কথা জানানো হয়। তখন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান শেখ আবু দয়ান কে এক সপ্তাহ মতো চলার খাদ্য সামগ্রী তুলে দেওয়ায় আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় আজ সেই খাদ্য সামগ্রী তার বাড়িতে এসে তার হাতে তুলে দেওয়া হয়। এ সম্পর্কে দয়ান শেখ বলেন আমি সত্যি অনেক খুশি এ ত্রান পেয়ে। আমি খুব অভাবী। এ খাদ্য সামগ্রী টুকু পেয়ে আমার খুুব উপকার হলো। সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক সাতক্ষীরা জেলা পুলিশ সংবাদটি ৩৩৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান