একজন সফল প্রধান শিক্ষকের চাকুরী জীবন থেকে অবসর প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯ | আপডেট: ৭:২৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯ ডেক্স রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলার দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার দীর্ঘ চাকুরী জীবন শেষে সোমবার (১৬ সেপ্টেম্বর) সফলতার সাথে অবসর গ্রহন করেছেন। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ১৯৮৩ সালে ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩০ বছর তিনি সফলতার সাথে চাকুরী জীবন শেষ করেছেন। ২০১১ সালে তিনি দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। তার যোগদানের পর থেকে বিদ্যালয়ের উন্নয়ন সহ শিক্ষার বিষয়ে ভূমিকা রেখেছেন। এলাকার অনেক সুধীজন মনে করেন, এমন একজন গুনী শিক্ষকের অবসরে বিদ্যালয়টির নানাবিধ কাজকর্মে বাধাগ্রস্থ হতে পারে। সদা হাস্যোজ্বল ও সদালাপী শিক্ষক বর্তমানে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, তালা উপজেলা স্কাউটসের সম্পাদক এবং সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। গত বছর তিনি তালা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে সস্মননা পেয়েছেন। শিক্ষকতার মহান দৃষ্টান্ত এই শিক্ষক সকলের নিকট দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা শিক্ষকের চাকুরী জীবন থেকে অবসর সংবাদটি ২৮৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ তালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর সহায়তা প্রদান