আশাশুনির বুধহাটায় পিকনিকের টাকা উত্তোলন নিয়ে সংঘর্ষ আহত ৩ প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুন ৮, ২০২২ | আপডেট: ৯:১৬:অপরাহ্ণ, জুন ৮, ২০২২ আশাশুনিতে বুধহাটা মটরসাইকেল চালক সমিতির পিকনিকের টাকা উত্তোলনকে কেন্দ্র করে মারপিটে সমিতির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ ৩ জন আহত হয়েছে। আহতদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ জুন) দুপুরে উপজেলার বুধহাটা বাজারে। মটর সাইকেল চালক সমিতির সাধারণ সম্পাদক বুধহাটা গ্রামের মৃত আবুল দফাদারের ছেলে তোবারেক হোসেন জানান, আগামী শনিবার সমিতির সদস্যদের পিকনিকের দিন ধার্য্য করা হয়েছে। সে মোতাবেক আমরা সদস্যের কাছ থেকে টাকা তুলছিলাম। বুধহাটা করিম মার্কেটের সামনে মোটরসাইকেল স্ট্যান্ডের সামনে টাকা উত্তোলেনের সময় সমিতির সদস্য নওয়াপাড়া গ্রামের ইমদাদুল সরদারের ছেলে শরবত ব্যবসায়ী শামীম সেখানে এসে সমিতির উদ্দেশ্যে বাজে কথা বলা শুরু করে। বিষয়টি সমিতির সাংগঠনিক সম্পাদক বুধহাটা গ্রামের আব্দুল মজিদ ঢালীর ছেলে আসাদুল ইসলামকে জানালে এ নিয়ে আছাফুর মার্কেটে তার সাথে কথা কাটাকাটির পর আমরা যে যার মত চলে যাই। এর কিছুক্ষণ পর শামীম তার বাবাকে নিয়ে মোটরসাইকেল যোগে এসে আছাফুর মার্কেটে আমাদের পেয়েই লেবু চাপ্তি দিয়ে উপুর্যপুরি পিটিয়ে রক্তাত্ব জখম করে। পার্শ্ববর্তী লোকজন এসে আমাদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তাদের আঘাতে আমার মাথায় ৮ টি সেলাই ও আছাপুরের মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে। এ ব্যপারে শামীম হোসেন জানান- সমিতির বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে আছাফুর আমাকে প্রথমে মারপিট করে। পরে আমরা মেরেছি। এরপর সমিতির লোকজন এসে আমাদেরও বেধড়ক মারপিট করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো। এসজি/ডেক্স সংবাদটি ৩৩৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১