আশাশুনিতে সরকারের খাদ্যবান্ধবের ১২৭০কেজি চাউল কালো বাজারে বিক্রি: ডিলার আটক প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ | আপডেট: ৪:১২:অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনির বড়দল বাজার থেকে সরকারের খাদ্যবান্ধবের ১,২৭০ কেজি চাউল (৪২ বস্তা) কালো বাজারে বিক্রির অভিযোগে ডিলার মুজিবর সানাকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে আশাশুনি থানার (ওসি) আব্দুস সালাম উক্ত চাউলসহ ডিলার মুজিবর সানাকে আটক করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বড়দল ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল ও ইউনিয়ন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন। এদিকে, এ ঘটনায় আটক মুজিবর সানাসহ দুই জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আটক মুজিবর সানা বড়দল গ্রামের শাহজুউদ্দীন সানার ছেলে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, সরকারের খাদ্যবান্ধবের (কেজি প্রতি ১০ টাকা মূল্যের) ১,২৭০ কেজি চাউল (৪২ বস্তা) কার্ডধারী হত দরিদ্র গরীব মানুষের মাঝে না দিয়ে তিনি উক্ত চাউল গুলো কালো বাজারে বিক্রয় করেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে একই এলাকার জনৈক শাহাজান আলী গাজীর দোকান ঘর থেকে উক্ত চাউল গুলো জব্দ করা হয়। এ সময় শাহজান গাজী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরে কালোবাজারে উক্ত চাউল বিক্রির অভিযোগে মুজিবর সানাকে আটক করা হয়। ওসি আরো জানান, আটক ডিলার মুজিবর সানা ও পলাতক শাহজান গাজীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে, স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইতিপূর্বেও ডিলার মুজিবর সানা গরীবের জন্য বরাদ্দ আসা এই চাউল কালোবাজারে বিক্রি করলে ওই চাউল জব্দ করে স্থানীয়রা। পরে ওই চাউল ফেরত এনে গরীবদের মাঝে বন্টন করার পর সে যাত্রাই তিনি রেহাই পান। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ৩২৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে ৫ বাংলাদেশী নাগরিক আটক কাকডাঙ্গা সীমান্তে আটক ৪