আশাশুনিতে মোবাইল কোর্টে ৫ জনকে জরিমানা প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মে ৩, ২০২০ | আপডেট: ১০:০২:অপরাহ্ণ, মে ৩, ২০২০ আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে দুজন ইট পোড়ানো পাজা মালিকসহ ৫ জনকে জরিমানা করা হয়েছে। শনিবার বড়দল ও খাজরা ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন সুলতানা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশনা মোতাবেক বড়দল ও খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ইট পোড়ানোর পাজায় অবৈধ ভাবে ইট পোড়ানোর অপরাধে ২ পাজা মালিককে ৭০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে সামাজিক দূরত্ব না মানায় ৩ জনকে ৮০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সংবাদটি ৩১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১