আশাশুনিতে পুলিশের অভিযানে ৪ জুয়াড়ী গ্রেফতার প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২০ | আপডেট: ১২:১৩:অপরাহ্ণ, জুন ২১, ২০২০ আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে শনিবার রাত ৯টার দিকে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই মোঃ বিল্লাল হোসেন শেখ, এএসআই মোঃ মিলন হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদরে ভিত্তিতে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলার অপরাধে ফকরাবাদ গ্রামের মৃত আঃ বারি গাজীর পুত্র, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিবাজ ইউপি সদস্য রুহুল আমিনের ভাই মোঃ নুরুল আলমকে গ্রেফতার করেন। একই গ্রামের মৃত মুন্সি মুনছুর আলী বিশ্বাস এর পুত্র মোঃ মজিবর বিশ্বাস সোবহান গাইনের পুত্র মোঃ জাহিদ গাইন এবং কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আলাউদ্দীন এর পুত্র বজলুর রহমানকে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত সাবহান গাজীর পুত্র মোশারফ গাজীর বাড়ি থেকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে আশাশুনি থানায় জুয়া আইন এর ১২(৬)২০২০ মামলা রুজু করে। গ্রেফতারকৃত আসামীদেরকে রবিবার সকালে সাতক্ষীরা জেলর বিজ্ঞ আদালতে বিচারার্থে প্রেরণ করা হয়েছে। সংবাদটি ৫০১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১