আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ | আপডেট: ১০:০৬:অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন, এসএপিপিও আব্দুল গনি, অনুষ্ঠানে উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, ইকবাল হোসেন, জাহিদ হাসান, মাহরুফ হোসেন, রফিকুল ইসলাম, ইউনুছ আলি, সানা আবু জাফর, মহিউদ্দিন গাজী-১, দিপক কুমার মল্লিক, তরিকুল ইসলাম, আছাদুল ইসলাম, অরবিন্দু কুমার মন্ডল, আফিফা খাতুন, আকিকুন নেছা, আরিফুল ইসলাম, শামিম ইসলাম, মুজিবর রহমান, এস এম আব্দুল ওহাব, সুখদেব কুমার সাধু, মহিউদ্দিন গাজী-২, শিবপদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বোরো ফসলের অগ্রগতি ও বীজতলার অবস্থা, সাকসবজি, গম ভুট্টা ও সরিষার চাষের অবস্থা এবং কৃষি মেলা অনুুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা করা হয়। বুধহাটায় ভিজিডি’র চাউল বিতরণ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে চাউল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক সকালে চাউল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরপর ইউনিয়নের ৩৯৬ জন কার্ডধারী অসহায় ও দুস্থ ব্যক্তিকে ৩০ কেজি করে চাউল প্রদান করা হয়। এসময় ট্যাগ অফিসার ও উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, ইউনিয়নের মেম্বার ও মহিলা মেম্বারবৃন্দ, ইউপি সচিব নূর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আশাশুনি উপজেলার পিএন এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি প্রদীপ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যোৎশাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার মোহম্মাদ নাজিম উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক সুকুমার রায়, সহকারী শিক্ষক পশুপতি রায়, লক্ষ্মণ চন্দ্র মন্ডল, সুভেন্দু মন্ডল, নেপাল চন্দ্র গাইন, নেলি সরকার, রেখা রানী, দেবাশীষ মন্ডল, দেব্রত কুমার অধিকারী, পুলিন বিহারী, অভিভাবক সদস্য ডা: কৃষ্ণ পদ রায়, আক্তার হোসেন প্রমূখ। এবছর ৬২জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি ২৫১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১