আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে বাজার মনিটরিং

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, মে ৬, ২০২০ | আপডেট: ১১:৩৫:পূর্বাহ্ণ, মে ৬, ২০২০

আশাশুনি উপজেলার বিভিন্ন বাজার ও সড়কে করোনা ভাইরাস প্রতিরোধে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা সেনাবাহিনী ও পুলিশ সদস্য এবং সরকারি কর্মকর্তাদের সাথে নিয়ে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাংগা বাজার, কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজার এবং দরগাপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে মনিটরিং করেন। করোনা ভাইরাস প্রতিরোধে মানুষ সরকারি নির্দেশনা মানছে কিনা তা দেখার পাশাপাশি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

এসময় গোয়ালডাঙ্গা বাজার এলাকায় ২ মটর সাইকেল চালককে ৫ শত টাকা এবং তেতুলিয়া বাজার এলাকায় এক মটর সাইকেল চালককে ২০০ টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স