আজ থেকে শত বর্ষ পরে (দ্বিতীয় অংশ) প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০ | আপডেট: ৬:৪৩:অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০ আজ থেকে শত বর্ষ পরে (দ্বিতীয় অংশ) …………তুলোশী চক্রবর্তী আজ হতে শত বর্ষ পর খুঁজে পাওয়া দুস্কর প্রকৃত সুখী দম্পতির ঘর, হরিনাম মানুষ আর করবেনা শ্রবন অশ্লীল ভাষায় রবে পূর্ণ বদন, সত্য কথা আর তো যাবে নাকো শুোনা প্রিয়জনদের সঙ্গেও চলবে রক্তাক্ত ছলনা, কেবা ছেলে কেবা মেয়ে চিনা না যায় কতো ঘরে শশুড় শাশুড়ি দাস দাসী সম, হায়! নিজ ঘরে থাকতে স্বামী স্ত্রী তবু অন্য জনে খোঁজে কতো শশুড় আবার পুত্রবধূ সঙ্গে নাকি কামেতে মজে, তবে বলুন থাকবেকি পরিচয় ?কে কার পিতামাতা কিংবা মেয়েছেলে? কেউ আবার ধনী হবে সন্তান বিক্রির ফলে, আজ থেকে শত বর্ষ পরে পৃথিবী যাবেই অমানুষে ভরে। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:তুলোশী চক্রবর্তী/পশ্চিম বাংলা আজ থেকে শত বর্ষ পরেকবি তুলোশী চক্রবর্তী সংবাদটি ২৯৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?